1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পাটগ্রামে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - রংপুর সংবাদ
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

পাটগ্রামে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবলু মিয়া,লালমনিরহাট
  • আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১১৭ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের পাটগ্রামে  অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার (১৬মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুবেল রানা এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোজাম্মেল হক । তিনি শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর বটতলী বাজারসংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে পাথর ও বালু তোলা হচ্ছিল। এতে  সরকারি স্থাপনা, ফসলি জমি, বসতবাড়ি, সড়ক, ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।

এরই অংশ হিসেবে গতকাল রবিবার দুপুরে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর বটতলী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পাথর ও বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাটগ্রাম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ ও আব্দুস সালামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুবেল রানা বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে আশপাশের অবকাঠামো, বসতবাড়ি, রাস্তাঘাট, সেতু, ফসলি জমি হুমকির সম্মুখীন করে তুলছে। যারা স্থাপনার আশপাশে বা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বালু খেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun