1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
লালমনিরহাটে দেব বাড়ি পুজা মন্ডপ উদ্ভোধন করলেন নেপালের উপ রাষ্ট্রদূত - রংপুর সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ  হাতীবান্ধায় নির্বাচন না করার ঘোষণা জামায়াতের

লালমনিরহাটে দেব বাড়ি পুজা মন্ডপ উদ্ভোধন করলেন নেপালের উপ রাষ্ট্রদূত

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের দেববাড়ি পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর শুভ উদ্ভোধন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই।

১১ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় সাপটানা রোডের দেববাড়িতে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পুজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায় প্রমুখ।

জমজমাট এ অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন দেববাড়ি পূজা মণ্ডপের সম্পাদক, সমাজ সেবক জয়ন্ত কুমার দেব।
স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এবারো শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মালম্বীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

প্রধান অতিথির বক্তব্যে উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বৈশ্বিক প্রেক্ষাপটে ভাবনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ উন্নয়নে বিশ্বের উদাহরণ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন, মেগা প্রকল্প সহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এখানে রেলপথ উন্নত হলে পর্যটনসহ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে।
চমৎকার এই আয়োজনের জন্য তিনি জয়ন্ত কুমার দেব সহ তার পরিবারকে ধন্যবাদ জানান।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেববাড়ি পূজা মণ্ডপ কমিটির সম্পাদক জয়ন্ত কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি এ ধরনের চমৎকার একটি আয়োজনে আমাকে আমন্ত্রন জানিয়েছেন। শুধু তাই নয়, আজকের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই কে তিনি ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি এখানে এসেছেন। আমি মনে করি এর ফলে আমাদের বিরাট গৌরব এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

পরে অতিথিগন দেববাড়ির সৌজন্যে এলাকার দুস্থ এবং অসহায় ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এর আগে বেলা ১২ টায় উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কতৃপক্ষ শ্রী কুমার রাই কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

পরে বুড়িমারী স্থলবন্দর হলরুমে স্থলবন্দর কতৃপক্ষ৷ এবং কাস্টমস প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun