লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এবি পাটির প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক পাটগ্রাম ও হাতীবান্ধার বাসীর প্রিয় নেতা মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজুর স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মে) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম আবু হেনা এরশাদ হোসেনের ছোট ভাই গোলাম রব্বানী জুলফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক,সাবেক সচিব এ.এফ.এম সোলাইমান চৌধুরী,বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ডা: আবুল ওহাব মিনার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে (অবসরপ্রাপ্ত মেজর বাংলাদেশ সেনাবাহিনী), ব্যারিস্টার সানি আব্দুল হক, এম আমজাদ খান (আহবায়ক আমার বাংলাদেশ পার্টি গাজীপুর জেলা শাখা), এডভোকেট আবদুল্লাহ আল হাসান সাকিব (সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ), মিঠাপুকুর ও রংপুর জেলার আহ্বায়ক আব্দুল বাসেদ মার্জান, নিলফামারী জেলা আহবায়ক অধ্যাপক আবু হেলাল, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, সদস্য সচিব আমির হামজা।মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজুর বড় ছেলে, রাইয়ান রচি।
মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজুর মৃত্যুতে শোকাবহ দিন পাড় করছে উত্তরবঙ্গের মানুষ। তারই স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন সর্বস্তরের জনগণ, এবি পার্টি, ও মরহুমের পরিবার।
জানা গেছে, গত ৫ এপ্রিল (মঙ্গলবার) তিনি পাটগ্রাম টি এন স্কুল মসজিদে নামাজরত অবস্থায় ব্রেন স্টোক করেন। পরে জরুরি ভিত্তিতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়৷ এরকম অবস্থায় তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজু একাধারে একজন রাজনীতিবিধি, খেলোয়াড়, সমাজসেবী মানুষ ছিলেন। তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছেন জনসেবা মুলক কাজে। উত্তরবঙ্গের তথা লালমনিরহাট জেলার হাতীবান্ধা-পাটগ্রাম সহ অন্যান্য অনেক জায়গায় মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজুর অবদান অতুলনীয়। তিনি পাটগ্রাম আদর্শ কলেজ, পাটগ্রাম ইসলামী স্কুল, হাতীবান্ধা মডেল কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
প্রধান বক্তা মুজিবুর রহমান মঞ্জু বলেন, মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজুর কৃতিত্ব কখনো বলে শেষ হওয়ার নয়। মরহুমের এই কৃতিত্ব ধরে রাখতে তিনি উপস্তিতি সকলকে আহবান জানান। এবং মরহুম আবু হেনা এরশাদ হোসেন সাজুকে তিনি ভুট্টা বিল্পবের মহানায়ক বলে আখ্যায়িত করেন।
Leave a Reply