গতবছর বন্ধ থাকলেও এবার বিকল্প ব্যবস্থায় ৫-১৬ বছর বয়সী শিশুদের খাওয়ানো শুরু হয়েছে কৃমি নাশক ট্যাবলেট।
১৬ মে রবিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা কমিউনিটি ক্লিনিকে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু বক্তব্য দেন এতে। অনুষ্ঠানে শিশুদের একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে ‘জাতীয় কৃমি নাশক সপ্তাহ’ ২০২১ এর উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, ৫থেকে ১৬বছর বয়সী জেলায় ৬ লাখ ১১হাজার ৭২টি শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে ১৬মে থেকে ২০মে পর্যন্ত।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, গতবছর করোনা প্রার্দুভাবের কারণে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো বন্ধ থাকলেও এবার কমিউনিটি ক্লিনিকগুলোতে খাওয়ানো হবে। অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এই কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছিলো।
Leave a Reply