1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ঈদের ছুটি শেষে ফের আমদানি-রফতানি শুরু সোনাহাট স্থলবন্দর দিয়ে - রংপুর সংবাদ
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঈদের ছুটি শেষে ফের আমদানি-রফতানি শুরু সোনাহাট স্থলবন্দর দিয়ে

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয়দিনের ছুটি শেষে রোববার থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। গত ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, রোববার ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলাধীন গোলকগঞ্জ স্থলবন্দর দিয়ে ২০টি পাথরবাহী ট্রাক সোনাহাট স্থলবন্দরে এসেছে। তবে এখান থেকে কোনো মালামাল রফতানি হয়নি।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন জানান, ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুয়ায়ী শুক্রবার বাদে সপ্তাহের ছয় দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গোলকগঞ্জ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম চলবে। সেই অনুযায়ী রোববার ভারতের গোলকগঞ্জ স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা থেকে সোনাহাট স্থলবন্দরে ভারত থেকে আসা ট্রাকচালক ও হেলপারদের প্রাথমিকভাবে পরীক্ষা এবং কাউন্সেলিং করছেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। এছাড়া চালক-হেলপারদের জন্য আলাদা বাথরুম কমপ্লেক্সের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে  তাদের ওপর স্থানীয় দোকানপাটে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun