1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ফিলিস্তিন সরকার কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখল সেই হামজাকে - রংপুর সংবাদ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

ফিলিস্তিন সরকার কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখল সেই হামজাকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০৮ জন নিউজটি পড়েছেন

ফিলিস্তিনের ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। শনিবার রাতে চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতে মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লেস্টারের এই তারকা খেলোয়াড়। ডেইলি মেইল, দ্য মিরর, আলজাজিরা, মিডল ইস্ট মনিটর, এমনকি দ্য টাইমস অব ইসরায়েলেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মমতার এমন প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চিঠিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।”

এফএ কাপ জেতায় হামজাদের অভিনন্দন জানিয়ে জমলট হামজাদ বলেন, “শিরোপা জেতায় আপনাদের অভিনন্দন জানাই। আশা করি একদিন লেস্টার সিটি ক্লাব স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে খেলবে।”

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun