1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
দহগ্রামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তোলে বিপাকে আ'লীগ নেতা! - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রায় রেলপথে জোরদার হচ্ছে টহল-পাহারা আওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল আদিতমারী সীমান্তে গুলিবিদ্ধ আহত বাংলাদেশী যুবকের মৃত্যু রোজায় বেড়েছে দাম, খরচ যোগাতে ক্রেতার নাভিশ্বাস স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে ২৯ বছরই ছিল দুর্ভাগ্যের : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর প্রশ্ন-যারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন তাদের বউদের ভারতীয় শাড়ি কয়টা? খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল রংপুর জেলা যুবলীগের মাসব্যাপী ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

দহগ্রামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তোলে বিপাকে আ’লীগ নেতা!

এসডি দোহা,পাটগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৬৫ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম গুচ্ছগ্রামের পাশে ডাঙ্গাপাড়া তা’লীমুল ইসলাম নূরানী হাফেজিয়া ও কওমী মাদ্রাসার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের চেষ্টা অভিযোগ তোলে চরম বিপাকে পড়েছেন আ’লীগের এক নেতা।অভিযোগ তদন্তে মিথ্যা হলে ফেঁসে যেতে পারেন সেই নেতা।

এমন ন্যাক্কারজনক ঘটনার আড়ালে আরও কোন ঘটনা থাকতে পারে তা তথ্যানুসন্ধান চালাতে গিয়ে গভীর ষড়যন্ত্রের আভাস পেয়েছেন পুলিশ। ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে প্রাথমিক তদন্তে থলের বিড়ালটি বেড়িয়ে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায়, রোজার মাসে মাদ্রাসা খোলা থাকার সুযোগে দহগ্রামের ওই মাদ্রাসার সহকারী শিক্ষক( হুজুর) লিয়াকত আলীর বিরুদ্ধে ৮ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠে। সত্যতা খুঁজতে গিয়ে মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট রবিউল ইসলাম মাসুম বাচ্ছাটাকে ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে যখন কোন কাজ হয়নি তখন চাকু দেখিয়ে হুমকি প্রদশর্ণ করা হয় বলে নিন্দার ঝড় উঠেছে।

এ ঘটনার জের ধরে পরদিন গত পহেলা মে বিকেলে দহগ্রাম গুচ্ছগ্রাম বাজারে মাদ্রাসার সভাপতি গোলাম রব্বানী’র উপরে হামলা করেন ওয়ার্ড আ’লীগ নেতা সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও তার লোকজন বলে প্রত্যক্ষদর্শী সুত্র জানায়। গাছা সহিদুল নামে এক লোক গোলাম রব্বানীকে বাজারে থাকা স্ট্যান্ড সাইনবোর্ড তুলে আঘাত করতে গেলে নিজের মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হোন সহিদুল। এরপর আব্দুল জলিল নামে আরেকজনের হামলার শিকার হোন রব্বানী। এ সময় আত্মরক্ষার্থে মাদ্রাসার সভাপতি বিএনপি নেতা গোলাম রব্বানী একটি দোকানে আশ্রয় নিয়ে কোন রকমে প্রাণে রক্ষা পান।

এরপর উভয়পক্ষের লোকজন পাটগ্রাম হাসপাতালে ভর্তি হলে ওই রাতে হাসপাতাল থেকে গোলাম রব্বানীকে বিচারের কথা বলে বাড়ী যেতে বলা হয় কিন্তু হাসপাতালে থেকে যান খলিল নেতার লোকজন। উপজেলা আ’লীগের কয়েকজন নেতা এ বিষয়ে প্রথমে হস্তক্ষেপ করলেও পরে বুঝতে পারেন তারা। বলাৎকারের অভিযোগ তুলে মারামারির এ ঘটনায় পরেরদিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন আ’লীগ নেতা খলিলুর রহমান।
শেষমেষ বিষয়টি নির্বাচন কেন্দ্রিক পূর্বশত্রুতা,একই এলাকায় খলিল নেতার চাচাতো ভাই আরিফ হুজুরের আরেকটি মহিলা মাদ্রাসা থাকায় অন্যটি ধ্বংস করার ষড়যন্ত্র ও রাজনৈতিক দ্বন্দ্ব বলে প্রতিয়মান হওয়ায় থানায় মামলা রেকর্ড হয়নি।

আ’লীগের প্রভাবশালী নেতা খলিলুর রহমান বলেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে কোন ষড়যন্ত্র নেই।

অপরদিকে,বিএনপি নেতা গোলাম রব্বানী জানান,এটা রাজনৈতিক শত্রুতা ছাড়া কিছুই নয়।

পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত জানান,অভিযোগ পেয়ে জিডিমূলে তদন্ত করা হয়েছে। মামলা করার মত বিষয় নয়। ঈদের পরে বিষয়টি মীমাংসার কথা বলেছেন দহগ্রাম ইউনিয়ন আ’লীগ সভাপতি সাফিউল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।

পাটগ্রাম থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়,মূল অভিযুক্ত লিয়াকত হুজুরের নাম মামলায় নেই। আ’লীগ নেতা খলিলুর রহমান বাদী অভিযোগে আসামীর তালিকায় আছেন-রবিউল হুজুর,গোলাম রব্বানি,মোঃ মগরুব আলী হাজী,আঃ জলিল হাজী,জহির উদ্দিন,আব্দুর রাজ্জাক ও অজ্ঞাত আরও ১০/১২ জন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun