ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত ও আরও তিন জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজিব (২২), শরিফ উদ্দীন (৭০) এবং উজ্জ্বল।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নিমবাড়ী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে রাজিব (২২) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন। তিন বন্ধু মোটরসাইকেলে ঈদে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সোহেল ও সাজ্জাত নামের আরও দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়।
নিহত রাজিব রাণীশংকৈল উপজেলার রাতোর এলাকার মৃত জাহিরুল ইসলামের ছেলে।
এ দিকে শুক্রবার বিকেলে নাতির মোরসাইকেলে মেয়ের বাড়ি যাওয়ার পথে সদর উপজেলার মোলানী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফ উদ্দীন (৭০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১ টা সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শরিফ উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মোশর মোহাম্মদের ছেলে।
অপরদিকে শুক্ররাত রাতে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে যানটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল (২৭) নামের এক যুবক নিহত হন।
নিহত উজ্জ্বল সদর উপজেলার জামালপুর দেওয়ারজীপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথাও তারা স্বীকার করেন।
Leave a Reply