রংপুরে অনলাইনে পণ্য বিক্রয়ের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া জাহিদ হাসনাত সজীব নামে প্রতারক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩। দীর্ঘদিন ধরে পণ্য ডেলিভারি দেওয়ার কথা বলে অগ্রীম টাকা নিয়ে তা আত্মসাত করত বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৪ মে) বিকেলে র্যাব-১৩ এর সিপিএসপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ১৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে। জাহিদ হাসনাত সজীব রাজশাহীর বাসিন্দা।
র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারক জাহিদ হাসনাত সজীব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে পন্য বিক্রয়ের মিথ্যা আশ্বাস দিতেন। গ্রাহকেরা তার ফাঁদে পড়ে অগ্রীম টাকা তা আত্মসাত করত জাহিদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক অনলাইনে পণ্য বিক্রয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply