পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীদের ভীড়ে, এলাকা জন সমুদ্রে পরিণত হয়েছে। মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। যার ফলে করোনার ব্যাপক প্রভাব পড়তে পারে স্থানীয় ও ঘুরতে আসা জনসাধারণের উপর।
সামাজিক দূরত্ব যেমন মানা হচ্ছেনা, তেমনি অনেকের মুখে নেই মাস্ক। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজনের ঝুঁকিটা একটু বেশি।
প্রতিবছর তিস্তা ব্যারাজ এলাকায় যে কোন উৎসবে অনেক লোকের সমাগম হয়। কিন্তু ২০১৯ সালে গোটা বিশ্বে করোনার প্রভাব পড়ায় এখানে লোক সমাগম অনেক কম, তা ছাড়া প্রশাসনের নিষেধ রয়েছে।
এবছর এতো বেশি লোকের সমাগমে হিমশিম খেতে হচ্ছে উপজেলা প্রশাসনকে।
ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হয় তাড়া বলে দীর্ঘ দিন লকডাউন থাকার ফলে কোথাও ঘুরতে যাওয়া হয়না তাই ঈদ উপলক্ষে এখানে আসা। করোনা বিষয়ে কথা বললে সঠিক কোন উত্তর তাড়া দিতে পারেনি।
দোয়ানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস,আই সিদ্দিক এর সাথে কথা হলে তিনি রংপুর সংবাদ কে বলেন সামাজিক দূরত্ব বজায় রাখতে আমাদের পুলিশ বাহিনী ও আনসার সদস্যরা মাঠে রয়েছে। এতো লোকের সমাগম কোনো ভাবেই কাম্য নয়। আমরা তাদের চলে যেতে অনুরোধ করে মাইকিং করছি।
Leave a Reply