পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ‘অস্ত্রবিরতি’ পালন করেছে তালেবান ও আফগান সরকার। অথচ তাদের এ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় কমকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যদিও অস্ত্রবিরতির প্রথম দিন দেশটির কোথাও তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে রাস্তায় বোমার আঘাতে নিরীহ মানুষের প্রাণহানি থেমে নেই।
একই প্রদেশের মাইওয়ান্দ জেলায় একটি ট্যাক্সির নিচে বোমা বিস্ফোরিত হয়ে দুই শিশু নিহত এবং আরও তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
একই দিন আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আরও দুইজন নিহত হয়েছেন।
এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন অস্ত্রবিরতি পালনের প্রস্তাব দেয় তালেবান। তাতে রাজি হয় আফগান সরকারও। তবে তাদের এই সাময়িক সমঝোতায় প্রাণহানি বন্ধ হয়নি।
Leave a Reply