স্পোর্টস ডেস্ক:
ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শেষে মাহমুদুল্লাহ রিয়াদসহ বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরলেও ব্যক্তিগত কারণে বোর্ডের অনুমতি নিয়ে কলকাতা থেকে গেছেন মুশফিক-লিটনসহ কয়েকজন ক্রিকেটার।
লিটন দাস স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কলকাতায়। বিয়ের পর এই প্রথমবার তারা কলকাতা গেছেন। মঙ্গলবার সকালে কালীঘাট মন্দিরে পুজোও দিয়েছেন এই দম্পতি।
দুজনে মজা করে ঘুরে দেখেছেন শপিং মল। চলছে কেনাকাটা। তালিকায় রয়েছে মোবাইল থেকে জামা কাপড়। সেই শপিংয়ের ছবি তিনি শেয়ার করছেন সোশ্যাল সাইটে। বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে লিটন দম্পতির। লিটন-সঞ্চিতা ফিরে আসলেও ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম আরো তিন দিন থাকবেন কলকাতায়।