1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জমি দখলের নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন যুবকের মৃত্যু! - রংপুর সংবাদ
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

জমি দখলের নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন যুবকের মৃত্যু!

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৮০ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখলের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৩ মে) দুপুর দেরটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১০মে সোমবার দুপুরে উপজেলার নিজ গড্ডিমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পিয়াস বাবু (২১) নিজ গড্ডিমারী এলাকার আরমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার গড্ডিমারী এলাকায় জমি দখলের বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কয়েকজন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে এবিষয়ে উভয় পক্ষেই থানায় অভিযোগ দিয়েছেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun