সাংবাদিকদের মধ্যে আগাম ঈদ শুভেচ্ছা ও সেলামি বিনময় করলো ভালোবাসার অটুট বন্ধন ও রংপুর সাংবাদিক কল্যান সমিতি।
বুধবার সন্ধ্যায় যমুনা টিভি রংপুর অফিসে রংপুরে কর্মরত ও ভালোবাসার অটুট বন্ধনের ৪৮ জন সংবাদকর্মীর মাঝে ঈদ সেলামি ও ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালোবাসার অটুট বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক আখিরার সম্পাদক মাছুদ-উর-রহমান মিলু। বন্ধনের সদস্য ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ভালোবাসার অটুট বন্ধনের রংপুর রিপোর্টার্স ক্লাব প্যানেলের সভাপতি মোজাফফর হোসেন, চীফ লিডার রংপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রধান নজরুল ইসলাম রাজু, রংপুর রিপোর্টার্স ক্লাব প্যানেলের সাধারন সম্পাদক এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান বাদশাহ ওসমানী, রংপুর সাংবাদিক কল্যান সমিতির সাধারন সম্পাদক ও নিউজ২৪টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, শীতুজ্জামান শীতু,কামরুল ইসলাম চুন্নু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সহ-সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় ঈদের শুভেচ্ছা বিনিময় করে নেতৃবৃন্দ বলেন, ‘ভুল তথ্য এবং অপপ্রচাররোধে মুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভালোবাসার অটুট বন্ধনের প্রত্যেকটি গণমাধ্যমকর্মীকে সেটি মনে রেখে বস্তনিষ্ঠ এবং নির্ভুল সাংবাদিকতার মাধ্যমে সমাজের আইডল হিসেবে তৈরি করতে হবে।’
শেষে বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক্স ও অনলাইন গনমাধ্যমে কর্মরত বন্ধনের ৪৮ জন সাংবাদিক, ফটো ও ভিডিও সাংবাদিকের মাঝে ঈদের সেলামি বিনিময় হয়। এছাড়াও ঈদ পরবর্তী বুধবার ঈদ পূনর্মিলনী স্পন্সর করেন ভালোবাসার অটুট বন্ধনের অন্যতম সহযোদ্ধা দৈনিক লাখো কণ্ঠের বিভাগীয় প্রধান শীতুজ্জামান শীতু।
Leave a Reply