বগুড়ায় অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় একটি ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, এরুলিয়া ইউনিয়নের গোদারপাড়া এলাকায় কামাল মেটাল ইন্ডাস্ট্রিজের পাশ দিয়ে কাঁচা ড্রেন থেকে দুর্গন্ধ পেয়ে ওই পথে যাতায়াতকারী লোকজন ড্র্রেনের মধ্যে উপুর হয়ে পড়ে থাকা মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। আশেপাশের লোকজন মরদেহ দেখলেও কেউ চিনতে পারেনি। নিহতের পড়নে নীল রং এর ট্রাউজার ছিল। বয়স আনুমানিক ৩৫ বছর।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ ড্রেনে ফেলে রাখা হয়েছে। এখন পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply