করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন।
আজ (১২ এপ্রিল) দুপুর ২ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সহযোগিতা বিতরণ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসন, রংপুর এর ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রমে আজ ৯০ জন কর্মহীন সংস্কৃতিসেবীকে সহযোগিতা প্রদান করা হয়। প্রতিজন স্বেচ্ছাসেবীকে পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোছাঃ শাহনাজ বেগম।
করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
Leave a Reply