আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।
মঙ্গলবার রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করেন।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ১২ মে (বুধবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১০ দিন বন্ধ থাকবে। তবে আগামী ২২ মে (শনিবার) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে। তবে সরকারী নিয়মানুযায়ী সরকারী দপ্তরের সকল কার্যক্রম চালু থাকবে। এর আগে ১০ মে থেকে ১২ দিন বন্ধের কথা থাকলেও জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় গতকাল মঙ্গলবার আমদানী রফতানি কার্যক্রম চালু রাখা হয়।
Leave a Reply