চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়।এ মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুল আক্তারকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পিবিআই চট্টগ্রামের (মেট্রো) একাধিক সূত্র।
এর আগে, মঙ্গলবার সকালে মিতুর বাবা মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, যে কারণে বাবুল আক্তার চট্টগ্রামে সেই একই কারণে আমিও চট্টগ্রামে। তবে আমার মেয়ে খুনে বাবুল আক্তার যে জড়িত সেটা আগেই আমি উত্থাপন করেছিলাম। একটু অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে।
আগেরদিন মঙ্গলবার দুপুরে পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে যান বাবুল আক্তার। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।
Leave a Reply