বগুড়া সদরের নুন গোলা ইউপির হাজরা দীঘি চকপাড়া গ্রামের রেজাউলের শিশুপুত্র হৃদয় বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
জানা যায়, ইউনিয়নের হাজরা দীঘি চকপাড়া গ্রামের রেজাউলের শিশুপুত্র হৃদয় প্রতিবেশি খয়বরের বাড়িতে আজ আনুমানিক সাড়ে ১১টার সময় খেলতে গেলে অটোচার্জার রিক্সার তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ অবস্থায় বাড়ির মালিক খয়রের স্ত্রী শিশু হৃদয়দে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে আশে পাশের লোকজন ডাক দেয়। দ্রুত ঘোড়াধাপ স্থানীয় চিকিৎসকের দ্বারস্থ হলে তিনি মৃত ঘোষণা করেন।
অসতর্তামূলক বৈদ্যুতিক সংযোগের ফলে এ দুর্ঘণার পর ঘিপ্ত হয়ে এলাকাবাসী ঘটনাস্থল খয়বরের বাড়ি ভাংচুর করে। সরকারী জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে বগুড়া সদর থানার ওসি(তদন্ত) আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস্থলে এসে তদন্তের জন্য লাশ বগুড়া শাজিমেক মর্গে পাঠায়।
Leave a Reply