স্পোর্টস ডেস্ক:
কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে লিড আরো বাড়িয়ে চলেছে ভারত। বাংলাদেশের চাওয়া, যত দ্রুত সম্ভব ভারতকে থামানো।
যথারীতি ভারতের দাপুটে পারফরম্যান্সে শেষ হলো আরেকটি সেশন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারত হারিয়েছে কেবল ১টি উইকেট, রান তুলেছে ১১৫।
ভারতের রান ৪ উইকেটে ২৮৯, লিড ১৮৩ রানের।
ক্যারিয়ারের ২৭তম ও অধিনায়ক হিসেবে ২০ততম টেস্ট সেঞ্চুরি করে কোহলি বিরতিতে গেছেন ১৩০ রানে অপরাজিত থেকে। ১২ রান নিয়ে তার সঙ্গী রবীন্দ্র জাদেজা। অবিচ্ছিন্ন জুটির রান ৫৩।
সেশনের একমাত্র আউট হওয়া ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। তাইজুল ইসলামের বলে ৫১ রানে আউট হয়েছে আলগা শট খেলে।
রাহানের বিদায়ের পর বিরাট কোহলিকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। আরো একটি জুটিতে ভারত পেয়েছে ফিফটি।
কোহলি-জাদেজা জুটির পঞ্চশ এসেছে ৮৪ বলে। জুটির ৪০ রানই এসেছে কোহলির ব্যাট থেকে।
৭৬ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ২৮৯। কোহলি খেলছেন ১৩০ রানে।
তাইজুল ইসলামের বলে কিছুক্ষণের জন্য কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন বিরাট কোহলি। তবে সময়ের সঙ্গে ঝেরে ফেলেছেন তা। আবার খেলছেন দাপটে। পেসার আবু জায়েদ চৌধুরির টানা চার বলে মেরেছেন চারটি বাউন্ডারি।
বিরাট কোহলির ব্যাটে আরেকটি সেঞ্চুরি। আগের টেস্টে শূন্য রানে আউট হওয়ার হতাশা পেছনে ফেলে ভারতীয় অধিনায়ক দেখা দিলেন চেনা রূপে।
অধিনায়ক হিসেবে কোহলির সেঞ্চুরি হলো ২০টি। পেছনে ফেললেন অধিনায়ক রিকি পন্টিংয়ের ১৯ সেঞ্চুরিকে। অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল গ্রায়েম স্মিথের, ২৫টি।
কোহলি-রাহানের জুটি যখন সেঞ্চুরির কাছে, বাংলাদেশকে কাঙ্ক্ষিত উইকেট এনে দিলেন তাইজুল ইসলাম। জুটি ভাঙলেন অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে।
ডেলিভারিটি অবশ্য ভালো কিছু ছিল না। স্টাম্পের বাইরে, বেশ শর্ট বল। তবে বল পিচ করে মন্থর হয়ে এসেছে ব্যাটে। রাহানে কাট করার পজিশনে চলে যান আগেই, ব্যাটও চালিয়ে দেন। তাতে হয়নি টাইমিং, পাননি গ্যাপ। বল যায় পয়েন্টে ইবাদতের হাতে।
৫১ রানে আউট হলেন রাহানে। চতুর্থ উইকেটে জুটি ছিল ৯৯ রানের।
ভারতের রান ৪ উইকেটে ২৩৬। লিড ১৩০ রানের।
কোহলির সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
দুর্দান্ত ফর্মে থাকা অজিঙ্কা রাহানে করলেন আরেকটি ফিফটি। ৬৫ বলে ৭ চারে এসেছে তার পঞ্চাশ।
সবশেষ ১০ ইনিংসে এটি রাহানের সপ্তম ফিফটি ছোঁয়া স্কোর।
অনায়াস এগিয়ে চলার পথে ভারতের স্কোর স্পর্শ করল দুইশ। দলের রান রেট সাড়ে তিনের ওপর।
৫৫ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ২০৭। লিড ১০১ রানের। ৭৯ রানে খেলছেন কোহলি, রাহানে ৩৬।
আগের দিন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের জমে যাওয়া জুটি নতুন দিনেও শুরুটা করেছে ভালো। জুটির পঞ্চাশ এসেছে কেবল ৬৮ বলেই।
৫৩ রানের জুটিতে ২৯ করেছেন রাহানে, কোহলি ২৩।
ম্যাচের গতিপথ অনেকটা স্পষ্ট হয়ে গেছে প্রথম দিনেই। দ্বিতীয় দিনে সেই পথ খানিকটা বদলে দেয়ার আশায় মাঠে নামবে বাংলাদেশ। যদি খানিকটা রোমাঞ্চ ফেরানো যায় ম্যাচে!
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)।
ভারত ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৪/৩ (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পুজারা ৫৫, কোহলি ৫৯*, রাহানে ২৩*; আল আমিন ১৪-৩-৪৯-১, আবু জায়েদ ১২-৩-৪০-০, ইবাদত ১২-১-৬১-২, তাইজুল ৮-০-২৩-০)
আপনার মতামত লিখুন :