বিভিন্ন বাহিনীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রংপুরে তানজিল মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃত তানজিল রংপুর জেলার বাসিন্দা।
মঙ্গলবার র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান জানান, র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ১টায় পীরগঞ্জ জেলার ওসমানপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তানজিল মিয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসবাদে তানজিল র্যাবকে জানিয়েছে, সে বিভিন্ন বাহিনীতে চাকুরী, বদলী, পদোন্নতি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল।
Leave a Reply