গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খোকা মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।খোকা মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে বাড়ির পাশে একটি লাউয়ের জাঙলার নিচে গলায় গামচা পেঁচানো ও মুখে খড় ঢোকানো অবস্থায় খোকা মিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।কে বা কারা ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply