1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পাটগ্রামে জেএসডি দলের ছাত্রলীগ উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

পাটগ্রামে জেএসডি দলের ছাত্রলীগ উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৯১ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের পাটগ্রামে গতকাল সোমবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেএসডি (আ স ম আব্দুর রব) দলের ছাত্রলীগ উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা জেএসডি সভাপতি দবিরউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় সংসদ,জেএসডি ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম ফারুক সরকার সুমন।

কেন্দ্রিয় এ নেতার স্বাক্ষরে আগামী কাউন্সীল পর্যন্ত পাটগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রনেতা শামসুদ দোহাকে আহবায়ক এবং রাহুল ইসলাম মোহন,রিফাত হাসান,কোরবান আহমেদ কে যুগ্ম আহবায়ক ও সদস্য সবুজ খানসহ ৫ সদস্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়।এরপর ছাত্রনেতা রাহুল ইসলাম মোহনকে আহবায়ক ও মিনহাজুল ইসলাম,আতিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং সদস্য শাহিনুর ইসলাম,সালাউজ্জামান রানা,সাজু ইসলাম, মোঃ জিহাদসহ ৭ সদস্যের পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় জেএসডি’র ছাত্রলীগের কেন্দ্রিয় নেতা সুমন তাঁর বক্তব্যে বলেন, দলের বর্তমান অভিভাবক আ স ম আব্দুর রব যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন কারী।আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে যেতে চাই।আমাদের নেত্রী তানিয়া রব সবসময় দলের নেতা -কর্মীদের খোঁজখবর রাখেন।

তিনি বলেন, আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী,আমাদের লক্ষ্য শ্রমজীবি পেশাজীবি ও কর্মজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিযে এসেছে৷ ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতিতে আসে নতুন মাত্র তৎকালীন সাধারণ সম্পাদক সিরাজুল আলম খান কাজী আরেফ আহমেদ এবং আব্দুর রাজ্জাক কে সাথে নিয়ে গঠন করেন নিউক্লিয়াস।

এই নিউক্লিয়াসের নেতৃত্বে পরবর্তীতে দেশের সকল আন্দোলন সংগঠিত হয়৷সারাদেশে সাত হাজার সংগঠক তৈরী করা হয় পরবর্তীতে তারা বিএলএফ বা মুজিব বাহিনীর সদস্য বলে পরিচিত হন৷ ৬২,৬৬,৬৯,৭০ এবং ৭১’র মুক্তিযুদ্ধে নিউক্লিয়াসের ভুমিকা ছিল অনন্য। নিউক্লিয়াসের সিদ্ধান্তেই ২রা মার্চ সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব এবং ৩রা মার্চ স্বাধীন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন তৎকালিন ছাত্রনেতা সাজাহান সিরাজ৷

মুক্তিযুদ্ধের পর দেশের দুই শীর্ষ নেতার অনুসারী হয়ে বিভক্ত হোন। একটা গ্রুপ শেখ মনির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু’র অনুসারী যা মুজিববাদ এবং আরেকটা গ্রুপ নিউক্লিয়াস জনক সিরাজুল আলম খান (দাদা ভাই) অনুসারী হয়ে স্বাধীনতার স্বপক্ষে নেতৃত্ব দেন।

বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রাদেশিক সরকার ও বৃটিশ সরকার কাঠামো পুলিশি আইন ১৮৬০ পরিবর্তনের আহবান জানিয়ে সরকারের প্রতি সামাজিক বৈষম্য দূরীকরণে দাবী জানানো হয়। কেন্দ্রিয় এ নেতা আরও বলেন, আমাদের লক্ষ্য সরকার পরিবর্তন নয়,বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে সাম্য, মানবিকতা ও সুশাষণ প্রতিষ্ঠা করা।

করোনাকালে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ অথচ বেসরকারি প্রতিষ্ঠানে বেতন দিতে হচ্ছে, এটা এক ধরনের জুলুম ও বৈষম্যকরণ।
স্বাধীন দেশে এটা হতে পারে না। এটা কোনভাবেই কাম্য নয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেন, করোনা’ মোকাবেলা করার জন্য সরকার যে ৭২ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, সেখান থেকে প্রয়োজনে শিক্ষার্থীদের বেতন প্রনোদনা আকারে দিন নয়তো সব প্রতিষ্ঠানের করোনাকালীন বেতন মওকুফ ঘোষণা করার পাশাপাশি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবী জানান কেন্দ্রিয় নেতা গোলাম ফারুক সরকার সুমন। এ সময় পাটগ্রাম ক্রাইম রিপোর্টাস ক্লাব ও পঞ্চশক্তি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun