গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মজিদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার এড়েন্ডাবাড়ি ইউনিয়নের ভাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মজিদ মিয়া (৫৫) ভাটিয়াপাড়া গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই জমিতে ধান কাটতে গিয়েছিলেন মজিদ মিয়া। আসর নামাজের আগে হটাৎ করে আকাশে মেঘ জমে বজ্রহাওয়া শুরু হয়। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে জমিতে কাজ করা অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এড়েন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply