পঞ্চগড়ের বোদা উপজেলায় অসহায় ও কর্মহীন শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে করোনাকালীন মহামারীর প্রকোপ ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বোদা রিপোর্টার্স ক্লাব এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রীর বিতরণ করেন।
খাদ্য সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে চাল, তেল, আলু, সেমাই, চিনি, গুড়া দুধ ইত্যাদি দেয়া হয়।
বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, ভাইস চেয়ারম্যান মোখলেছার রহমান জিল্লু, লক্ষী রানী বর্মন, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
শুধু সংবাদ সরবরাহে নয় মানবিক কাজেও প্রতিববছর এই প্রতিষ্ঠানটি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। অতিথিবৃন্দ তাদের মানবিক এই কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেছেন।
Leave a Reply