রংপুর প্রতিনিধিঃ
পিতার শুন্য আসনের উপ-নির্বাচনে জিতার পর তার নির্বাচনী এলাকায় এই প্রথম ৩দিনের সফরে বৃহস্পতিবার রংপুরে আসেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ (সদর) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।
বেলা ১১টায় রংপুরের উদ্দ্যেশে বিমান যোগে সৈয়দপুর রংপুর জেলা, মহানগর জাতীয় পার্টি (এ) এর নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। রংপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ফখর উজ জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় সদস্য শাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দুপুর একটায় নগরীর পল্লী নিবাসে তার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সদর উপজেলা জাতীয় পার্টি (এ) সদস্য সচিব ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মমিনপুর ইউনিয়ন জাপার সভাপতি আব্দুর রহমান প্রমানিক, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জাপা নেতা ইউনুস আলী, মোঃ চাঁন মিয়া, খলিলুর রহমান ও আলহাজ্ব ইয়াসিন আলীসহ নেতৃবৃন্দ।
সফরকালে তিনি রংপুর জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগি সংগঠন সমূহের নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করবেন।