1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ড্র করে শিরোপার চিন্তা বাড়াল পিএসজি - রংপুর সংবাদ
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ড্র করে শিরোপার চিন্তা বাড়াল পিএসজি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯ জন নিউজটি পড়েছেন

লিগ ওয়ানে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করে শিরোপা ধরে রাখার পথ আরও কঠিন করে তুলল পিএসজি।রেনের মাঠে রবিবার ১-১ সমতায় শেষে করেছে দলটি। প্রথমার্ধে পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে গিয়ে লিড হারায় তারা।

৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিল। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পিএসজি। শিরোপা জিততে শেষ দুই ম্যাচে আর ৪ পয়েন্ট চাই লিলের।ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় রেন। পেনাল্টি স্পটের কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি জেরেমি দোকু।

২৯তম মিনিটে বল জালে পাঠায় রেন, কিন্তু অফ সাইডের জন্য মেলেনি গোল। ১০ মিনিট পর জালে বল পাঠায় পিএসজি, কিন্তু সেটাও গোল হয়নি।প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন নেইমার। ঠিক দিকে ঝাঁপালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক।

শেষদিকে সমতা আনেন সেহু গিহার্সি। বাঁজামাঁ বহিজুর কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।  পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর এটাই নেইমারের প্রথম ম্যাচ। খুব বেশি কিছু করতে পারেননি।

ওদিকে চোটের জন্য এই ম্যাচেও খেলেননি কিলিয়ান এমবাপে। তার অনুপস্থিতিও দলটিকে ভুগিয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun