মিঠাপুকুরে এতিমদের ঘরে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক ফরিদুল ইসলাম ফরিদ। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের শতাধিক এতিম পরিবারের মাঝে পৌছে দেয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ঈদ উপহার। সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে একজন নিবেদিত মানুষ হয়ে।প্রতিদিন খাবার প্যাকেট থেকে শুরু করে এতিম শিশুদের হাতে তুলে দিচ্ছেন ঈদ উপহার।
মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, সবাই স্রোতে গা ভাসায় না, কেউ কেউ বেচে নেয় স্রোতের বিপরীত। এতিমরা সমাজের বোঝা নয়, এতিমরাও আমাদের সম্পদ। তাদের অবহেলা না করে একটু সহযোগিতার হাত বাড়ালে তারাও ভালো কিছু করতে পারে। তারা কাউকে তাদের কষ্টের কথা বলতে পারেনা। আমি নিজের সামান্য সঞ্চয় আর পরিচিতদের সহায়তায় এতিমদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি। তাদের চাহিদা মেটাতে না পারলেও আমি এই অসহায় পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি। আগামীতে আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও পিছিয়ে পড়া এতিমদের পাশে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান এই তরুণ সমাজকর্মী।
Leave a Reply