1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ঈদের আগে সব শ্রমিকের বেতন-ভাতার দাবি - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

ঈদের আগে সব শ্রমিকের বেতন-ভাতার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩০ জন নিউজটি পড়েছেন

ঈদের আগে সব শ্রমিকের বেতন ও ভাতার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে পোশাক শ্রমিকদের ছুটি বাতিল না করে বিকল্প ছুটির ঘোষণা করেছে সংগঠনটি৷সোমবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়৷

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীরা ২০ রোজার মধ্যে পূর্ণ ঈদ বোনাস এবং এপ্রিল মাসের বেতনসহ বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছিল।শ্রমিক-কর্মচারীদের দাবিকে উপেক্ষা করে সরকারের শ্রম মন্ত্রণালয় ১০ মে’র মধ্যে সব কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশনা দেয়। সরকারের এ নির্দেশনার পরেই আমরা আশঙ্কা করেছিলাম,  শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারে।

‘আমাদের জানা মতে,  রি-রোলিং, পর্যটন, রেস্তোরাঁ-সুইটমিট, দোকান কর্মচারীসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে কাজ করা লাখো শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। কোথাও কোথাও প্রায় সারাবছর পুরোদমে উৎপাদন চালু থাকলেও করোনার অজুহাত তুলে ঈদ বোনাস দিতেও অস্বীকার করছে। এমনকি রপ্তানিমুখী শিল্পের সব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা এখনো পরিশোধ হয়নি।বক্তারা আরো বলেন, যেসব মালিক সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে পূর্ণ পাওনা পরিশোধ করেনি তাদের শাস্তি এবং তাদের কাছ থেকে শ্রমিকের ন্যায্য পাওনা অবিলম্বে আদায় করে দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র সাহা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্যুরিজম হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের আহবায়ক রাশেদুর রহমান রাশেদ প্রমুখ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun