1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
করোনার ভারতীয় ধরন ভয়ংকর, বিপজ্জনক পূর্বাভাস: কাদের - রংপুর সংবাদ
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দিলে পরিণতি ভালো হবে না:মির্জা ফখরুল দয়া করে কেউ আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না : তথ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে আর কিছু করার নেই শিশুদের স্বাস্থ্য-সুশিক্ষা-সুস্থ বিনোদনে নিরলস কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী পবিত্র সংবিধানের বিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে: কাদের সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পাটগ্রাম-হাতীবান্ধার মানুষের কাছে প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা পৌছিয়ে দিলেন আতাউর রহমান প্রধান

করোনার ভারতীয় ধরন ভয়ংকর, বিপজ্জনক পূর্বাভাস: কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের (কভিড-১৯) ভারতীয় ধরন আরও বেশি ভয়ংকর জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশে শনাক্ত হয়েছে করোনার ভয়ংকর ভারতীয় ধরন। সামান্যতম উদাসীনতায় বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস। এ অবস্থায় সবাইকে সচেতন হতে হবে।

রবিবার কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ও ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সব কথা বলেন।

ভারত এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড উল্লেখ করে তিনি বলেন, অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য। সেখানে হাহাকার লেগেই আছে। ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে।

‘আবারও তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশে’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যার যার অবস্থানে থেকে ঈদ উদ্‌যাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন।

অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ব্লেম গেম চলমান উল্লেখ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যত দোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মোতালেব বক্তব্য রাখেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun