ভারতের পশ্চিবঙ্গের রাজভবনে সোমবার কোভিড বিধি মেনে শুরু হয় নবনির্বাচিত মমতা ব্যানার্জির সরকারের শপথ গ্রহণ। শপথ নেন ৪৩ জন মন্ত্রী।
কোভিড পরিস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয় মাত্র ৬ মিনিটে।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হল শপথগ্রহণ অনুষ্ঠান। ভার্চুয়ালি শপথ নেন পূর্ণমন্ত্রীরা। এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। কোভিড বিধি মেনে অনুষ্ঠান, তাই আলাদা করে নয়, এক সঙ্গেই শপথ নিলেন মন্ত্রীরা।
অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের বিধায়ক ও সাংসদরা উপস্থিত ছিলেন।
Leave a Reply