মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন। রবিবার (৯ মে) বিকেলে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
রংপুর নগরীর রেল বস্তি, নাসনিয়া বস্তি, পাকপাড়া বস্তি ও গোমস্তপাড়া বস্তিতে রংপুর জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এক হাজার দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার প্রতিনিধি ও রোভার স্কাউটস সদস্যগণ অংশগ্রহণ করেন।
মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
Leave a Reply