পঞ্চগড়ে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকার ঠুনির ডাংগা ঈদগাহ মাঠে শান্তির সংঘ ক্লাবের আয়োজনে প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার দেয়া হয়।
এসময় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
শান্তির সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, জেলা পরিষদ সদস্য মনির হোসেন, কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শান্তির সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মোল্লা বলেন, প্রতি বছরের মত এ বছরেও শান্তির সংঘ ক্লাবের মাধ্যেমে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
করোনা কালেও আমাদের ক্লাবের মাধ্যেমে অসহায় দুস্থদের মাঝে খাবার দেয়া হয়েছিল। আমরা আগামীতেও আমাদের সংগঠনের মাধ্যেমে আর্ত মানবতার সেবায় কাজ করে যেতে চাই।
Leave a Reply