শ্বশুড় বাড়ী থেকে ঈদ বোনাসের ৫ হজার টাকা না পাওয়ায় নববধু জেসমিনকে নির্মমভাবে খুন হতে হলো তার স্বামীর হাতে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলা সদরের নিলকন্ডী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের হোসেন আলী (৫৬) এর ছেলে আব্দুল মোতালেব (২২) এর সাথে মাত্র ৩ মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী রংপুর মহানগরীর বাহাদুর সিংহ গ্রামের মৃত জয়নালের মেয়ে জেসমিনের। ঈদের কেনাকাটার জন্য জামাতা মোতলেব তার বিধবা শ্বাশুড়ীর কাছে ৫ হাজার টাকা দাবী করে।
অসহায় শ্বাশুড়ী অতিকষ্টে হাজার টাকা সংগ্রহ করে শনিবার বিকেলে ইফতার, চিনি সেমাইসহ ২ হাজার টাকা জামাতার বাড়ীতে পাঠিয়ে দেন। জামাতা রাতে বাড়ী ফিরে জানতে পায় যে, তাকে ৫ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা পাঠানো হয়েছে। এতে সে চরম ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গালিগালাজ করতে থাকে। স্ত্রী জেসমিন প্রতিবাদ করলে স্বামী তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। ফলে ঘটনাস্থলেই জেসমিন নিহত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হলে লাশের পাশে থাকা ঘাতক স্বামী স্ত্রীকে খুনের কথা স্বেচ্ছায় স্বীকার করে নিজেকে গ্রেফতার করতে বলে।
থানা পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠিয়েছে। সে সাথে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, নিহতের ভাই মধু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে।
Leave a Reply