1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণের বিদায় - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কোটি টাকার মাছ নষ্ট, ক্ষতিপূরণ আদায়ে মৎসচাষীদের মানববন্ধন হাতীবান্ধায় পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চিলাহাটি-ঢাকা রুটের ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার দাবিতে মানববন্ধন জামায়াতকে কর্মসূচি পালনে অবশ্যই অনুমতি নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হাতীবান্ধায় শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এপ্রিল মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ আদিতমারী থানা নীলফামারী থেকে দিবাকালীন ট্রেন, জেলায় আনন্দের জোয়ার জিএম কাদেরের গাড়ি আটকে মনোনয়ন দাবি রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৩ লাখ পশু আসাদুজ্জামান নূর এমপির সাথে নাসিব নীলফামারীর শুভেচ্ছা বিনিময়

ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণের বিদায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

ফেসবুক তাদের পুরোনো ডিজাইন বদলে ফেলছে। অর্থাৎ, পুরোনো সংস্করণ বা ক্ল্যাসিক সংস্করণ আর ব্যবহার করা যাবে না। ডেস্কটপ সংস্করণের জন্য ফেসবুকের হালনাগাদ আসছে। ল্যাপটপ বা পিসি থেকে ফেসবুক খুললে ফেসবুক আপডেট করে নেওয়ার জন্য পপ-আপ নোটিফিকেশন পেতে পারেন ব্যবহারকারীরা। নতুন এই ফেসবুক সংস্করণে টেক্সটগুলো আরও বড় ও পরিষ্কার দেখাবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীকে আরও উন্নত অভিজ্ঞতা দিতে তারা ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে এবং ডার্ক মোড ব্যবহারের সুযোগ থাকবে। এতে ব্যবহারকারীর চোখের ওপর চাপ পড়বে কম।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়, ফেসবুকের মোবাইল সংস্করণে ইতিমধ্যে ডার্ক মোড চালু হয়েছে। এখন ডেস্কটপ ব্যবহারকারীরা চাইলে নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মোড চালু করে নেওয়া যাবে।

এখনো যাঁরা ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তাঁরা পুরোনো সংস্করণে যেতে পারবেন। তবে এ সুযোগ থাকবে মাত্র এক মাসের জন্য। ফেসবুক বলছে, তারা সেপ্টেম্বর পর্যন্ত পুরোনো ফেসবুক বা ক্ল্যাসিক সংস্করণ ব্যবহারের সুযোগ রাখবে। এরপর নতুন ইউজার ইন্টারফেস সবাইকে ব্যবহার করতে হবে। কেউ যদি নতুন সংস্করণ থেকে পুরোনোতে ফিরে যান, তবে তাঁকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেবে ফেসবুক।

ফেসবুক তাদের আপডেট সম্পর্কে বলেছে, ‘নতুন ফেসবুক ডটকমে আমরা অনেক উন্নতি করেছি। আমরা নতুন নকশার অভিজ্ঞতা দিতে রোমাঞ্চ অনুভব করছি। সেপ্টেম্বরে ক্ল্যাসিক সংস্করণ বন্ধ হওয়ার আগেই আশা করব, ফেসবুক আরও কীভাবে উন্নত করতে পারি, সে সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানতে পারব।’

ফেসবুকের পক্ষ থেকে পৃথক আরেক ঘোষণায় অকুলাস ডিভাইস ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। নতুন আপডেটে বলা হয়েছে, আপনি যদি

ফেসবুকের বর্তমান ব্যবহারকারী হন এবং আলাদা অকুলাস অ্যাকাউন্ট থাকে, তবে অ্যাকাউন্ট একীভূত করার বা অথবা ফেসবুক দিয়ে লগইন করার সুযোগ পাবেন। যদি কেউ অকুলাস অ্যাকাউন্ট ব্যবহার করেন, তবে তিনি মাত্র দুই বছর তা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ফেসবুক অকুলাস ডিভাইস ব্যবহার করতে তাদের অ্যাকাউন্ট ব্যবহার বাধ্যতামূলক করে দিচ্ছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun