লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা খাদ্যবিভাগের অভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ মে) আদিতমারী খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান ও ফাতেমা রাইস মিলের কাছ থেকে চাল ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দিলশাদ জাহান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জহিরুল হক,উপজেলা খাদ্য কর্মকর্তা হাছনা আকতার, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আজম হাবিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৫৬০ মেঃটন ধান ও মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ২০৫৮ মেঃটন চাল ক্রয় করা হবে।
Leave a Reply