1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বিজিবি নামতেই শূন্য ফেরিঘাট - রংপুর সংবাদ
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ অপরাহ্ন

বিজিবি নামতেই শূন্য ফেরিঘাট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৮১ জন নিউজটি পড়েছেন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কসহ তিনটি পয়েন্টে ফেরিঘাটগামী যানবাহন নিয়ন্ত্রণ করছে বিজিবি। ঢাকা-পাটুরিয়া মহাসড়কের বারবারিয়া ও টেপড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

অ্যাম্বুলেন্স ও জরুরি মালামাল বোঝাই যানবাহনগুলো ঘাটে আসতে দিলেও চেকপোস্টে আটকে দেয়া হচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। অনেককেই ঘাট থেকে ফেরত পাঠানো হচ্ছে। সড়কে কঠোরভাবে যান চলাচলের প্রভাব পড়েছে পাটুরিয়া ফেরিঘাটে।

রোববার (৯ মে) সকাল ৯টার পর থেকে ফেরিঘাট যানবাহন ও যাত্রীশূন্য হয়ে যায়। বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী ঘাটে পৌঁছালেও তারা অ্যাম্বুলেন্স পারের জন্য চলাচলরত ফেরিতে করে নদী পার হচ্ছেন।

এদিকে ফেরিঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য একটি ছোট ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছে।

সংবাদ সুত্র: জাগোনিউজ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun