1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ঈদের ছুটিতে কী দেখবেন তারকারা - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী নির্যাতনের শিকার: মির্জা ফখরুল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা–বাণিজ্য করছেন: কাদের  ঈদযাত্রায় রেলপথে জোরদার হচ্ছে টহল-পাহারা আওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল আদিতমারী সীমান্তে গুলিবিদ্ধ আহত বাংলাদেশী যুবকের মৃত্যু রোজায় বেড়েছে দাম, খরচ যোগাতে ক্রেতার নাভিশ্বাস স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে ২৯ বছরই ছিল দুর্ভাগ্যের : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর প্রশ্ন-যারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন তাদের বউদের ভারতীয় শাড়ি কয়টা?

ঈদের ছুটিতে কী দেখবেন তারকারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৯৩ জন নিউজটি পড়েছেন

ঈদের ছুটিতে ঘরে বসে দর্শকরা তারকাদের অভিনীত নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ দেখেন। তাদের কাজ দেখে দর্শকরা হাসেন,  কাঁদেন, আপ্লুত হন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে অভিনয়শিল্পীরা কী দেখেন। এবার ঈদের ছুটিতে তারকারা কী দেখবেন তা জানতেই কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করে দেশ রূপান্তর। জানাচ্ছেন সুদীপ্ত

ঢাকাতেই ঈদ কাটাবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। জানালেন এবার তার ১৩টি নাটক প্রচারিত হবে। তিনি কী দেখবেন জানতে চাইলে দেশ রূপান্তরকে বলেন, ‘এবার অনেকের কাজই আসবে। আদনান আল রাজীবের ইউটিউমার দেখব। এর বাইরে আরও অনেকের কাজই আসবে সেগুলো দেখার ইচ্ছে আছে।’

ঢাকায় ঈদ করবেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরও। তিনি বলেন, ‘আমার অনেকগুলো কাজ প্রচারিত হবে এবার। নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না। আমি মূলত আমার কাজ দেখার পাশাপাশি অন্যদেরটাও দেখব। তবে কারও নাম বলতে পারব না।’ জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকার বাসাতেই থাকি। এবার ঈদে আমার ১০/১২টা কাজ প্রচারিত হবে। ঈদের ছুটিতে নিজের কাজ দেখার পাশাপাশি অন্যদের কাজও দেখব। যদিও লিস্ট করে কাজ দেখা হয় না। তবে কলিগদের যে কাজগুলো চোখে পড়বে বা ভালো মনে হবে সেগুলো দেখব। সেটা টিভি বা ওটিটি যেখানেই হোক।’

উপস্থাপক ও অভিনয়শিল্পী মারিয়া নূর বলেন, ‘ঈদ ঢাকাতেই কাটাব। এবারের ঈদের দিন চ্যানেল আইতে আমার অভিনীত একটা নাটক প্রচারিত হবে। রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে করা। আর তিশা আপুর শো’তে দেখা যাবে আমাকে। অন্যদের কাজও দেখব। এখনো সেভাবে পরিকল্পনা করিনি। অনেক পরিচালকের কাজ দেখার জন্য অপেক্ষা করছি। এরমধ্যে  ‘চরকি’র কাজ দেখার জন্য অপেক্ষা করছি। আদনান আল রাজিবের ইউটিউমার দেখার ইচ্ছে আছে। মাবরুর রশিদ বান্নাহর ‘মায়ের ডাক’ নাটকটা দেখব। আর আশফাক নিপুণের কী কাজ আসবে জানি না। এলে তার কাজ দেখার ইচ্ছে আছে।’ গুণী অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘এবার অনেকগুলো নাটক অনএয়ার হবে আমার। এর বাইরেও সুযোগ পেলে অন্যদের কাজও দেখব। কী দেখব সেটা বলতে পারছি না।’

সোহানা সাবা বলেন, ‘ঈদে রাজবাড়ীতে যাই সাধারণত দাদাবাড়িতে। এবার ঢাকাতেই থাকব। আর ছুটিতে নেটফ্লিক্সের কনটেন্টগুলো দেখব। এটাই পরিকল্পনা।’   করোনায় আক্রান্ত হয়ে শয্যাশয়ী অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি চিকিৎসাধীন রয়েছেন। শরীর স্বাস্থ্য স্বাভাবিক থাকলে নিজের কাজ দেখার পাশাপাশি অন্যদের কাজও দেখবেন বলে জানালেন এই তারকা। সাবিলা নূর জানালেন, তিনি সবসময় নিজের কাজ দেখার পাশাপাশি অন্যদের কাজও দেখার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। সাবিলা বলেন, ‘কী দেখব, সেটার পরিকল্পনা করতে পারছি না। তবে নিজের কাজ দেখার পাশাপাশি অন্যদের ভালো কাজগুলোও দেখার চেষ্টা করব।’ অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘আমি সবসময় অন্যদের কাজ দেখার চেষ্টা করি। নিজের কাজ তো আছেই অন্যরা কে কী করল বা ভালো কনটেন্টে থাকলে সেটা অবশ্যই দেখি।’

মোশাররফ করিম ও জুই দম্পতি জানান, তারা অবসর পেলেই অন্যদের নাটক টেলিফিল্ম দেখেন। এবারও তার ব্যতিক্রম হবে না।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun