1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. kibriyalalmonirhat84@gmail.com : Golam Kibriya : Golam Kibriya
  3. mukulrangpur16@gmail.com : Saiful Islam Mukul : Saiful Islam Mukul
  4. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
অলিম্পিক: দক্ষিণ আফ্রিকার ৩ জনের করোনা | রংপুর সংবাদ
রবিবার, ২৫ জুলাই ২০২১, ০২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুর সংবাদ’র সকল গ্রাহক, পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম মানিক।

অলিম্পিক: দক্ষিণ আফ্রিকার ৩ জনের করোনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

টোকিওর অলিম্পিক গেমসে খেলতে যাওয়া দক্ষিণ আফ্রিকা দলের তিনজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে থাবিসো মনয়নে ও কামোহেলো মহলতসি রয়েছেন। পাশাপাশি ভিডিও বিশ্লেষক মারিও মাসাও আক্রান্ত হয়েছেন।

দলটি স্বাগতিক জাপানকে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছিল।

‘ক্যাম্পে আমাদের তিনজন করোনা পজিটিভ হয়েছেন,’ টিম ম্যানেজার মক্সোলিসি সিবাম বিবৃতিতে বলেছেন, ‘এর মধ্যে দুজন খেলোয়াড়, একজন কর্মকর্তা।’

‘প্রতিদিন পরীক্ষা হচ্ছে…মাসা এবং মনয়নের অনেক জ্বর ছিল। তখন পরীক্ষা করা হয়। দুর্ভাগ্যজনকভাবে দুজনেরই পজিটিভ এসেছে।’

রয়টার্স জানিয়েছে, গোটা দলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সবার পরীক্ষার পর ছাড়পত্র পেলে তবেই অনুশীলন করতে পারবেন তারা।

দক্ষিণ আফ্রিকার প্রথম রাউন্ড গ্রুপে বাকি দুই দল মেক্সিকো এবং ফ্রান্স।

টোকিও অলিম্পিক আয়োজনের কথা ছিল গত বছর। তবে একাধিক বড় টুর্নামেন্টের মতো করোনার কারণে এই মেগা টুর্নামেন্টেও পিছিয়ে যায়।

ইউরোপে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এশিয়ায় এখনো এই মহামারী বাড়-বাড়ন্ত অবস্থায় রয়েছ। জাপানেও করোনা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

স্থানীয়রা এই অবস্থায় অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বহু আলাপ আলোচনার পর দর্শকশূন্য অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun