1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সরকারী প্রকল্পের টাকা আত্বসাতের অপচেষ্টায় লিপ্ত দিনাজপুর মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক  - রংপুর সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার

সরকারী প্রকল্পের টাকা আত্বসাতের অপচেষ্টায় লিপ্ত দিনাজপুর মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক 

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ১০৬ জন নিউজটি পড়েছেন

নারীর কর্মসংস্থান ও নারী উদ্দ্যোগক্তা তৈরীর নামে সরকারী বরাদ্ধ প্রকল্পের ৬ কোটি ৬১ লাখ টাকা আত্বসাতের অপচেষ্টায় লিপ্ত দিনাজপুর কলোনীপাড়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জান্নাতুস সাফা শাহীনুর। প্রকল্পের অর্থ আত্বসাত ও প্রতারণার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে অভিযোগ করেছেন দিনাজপুর ১৩ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানরা।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অভিযোগ সুত্রে জানা যায়, প্রশিক্ষনের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্েযাক্তা সৃষ্টি কর্মসূচির আওতায় আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পরা দরিদ্র,নিম্ন বিত্ত জনগোষ্ঠির নারীদেরকে সাংগঠনিক কাঠামোর আওতায় এনে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে দেশে বেসরকারী সংস্থার মাধ্যমে প্রত্যেক উপজেলার ৩০জন করে মহিলাকে বিভিন্ন ট্রেডে ৩০দিনের প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। নারীর কর্মসংস্হান সৃষ্টি করাই হচ্ছে এই প্রকল্প তথা সরকারের উদ্দেশ্য। কিন্তু সরকারের মহতি উদ্দ্যোগ গুলোকে কলংকিত করছেন কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থার স্বার্থান্বেষীরা। এদের উদ্দেশ্য সুবিধাবঞ্চিতদের সুবিধা দেয়া নয়,নিজে সুবিধা গ্রহন করা। এদেরই একজন দিনাজপুর কলোনীপাড়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর।

সরকারী কর্মসূচি অনুযায়ী দিনাজপুরের নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে প্রক্ষিনার্থীদের জন্য বরাদ্দকৃত প্রশিক্ষন ভাতা যথাযত নিয়মতান্ত্রিকভাবে প্রদান না করে সিংহভাগ অর্থ পকেটস্থ করছে জান্নাতুস সাফা শাহীনুর। অসহায় নারীদের টাকা আত্বসাত করে নিজে বিলাসবহুল জীবন যাপন করছে । পার্সোনাল গাড়ী, ঢাকায় ফ্লাট যেন আকাশের চাঁদ বা আলাদীনের আর্শ্চয্য প্রদ্বীপ হাতে পেয়েছে। এব্যাপারে সরজমিন তদন্তে গিয়ে দেখা যায়, গত ২৯ এপ্রিল/২১ খানসামা উপজেলায় প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন প্রদানকালে বেরিয়ে আসে তার আসল রহস্য।

স্থানীয় সুবিধা বঞ্চিত নারীরা জানায়, গত ২১-২৬শে মাচ/ ২১ পর্যন্ত সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষন শেষে দীর্ঘ ২মাস পর তাদের প্রশিক্ষন ভাতা বাবদ বরাদ্দকৃত দৈনিক ৫০০ টাকা হারে ১৫ হাজার টাকা প্রদানের কথা থাকলেও ২৯ এপ্রিল/২১ শুধুমাত্র একটি করে সেলাই মেশিন দেয়া হয়েছে। কিন্তু জনপ্রতি সরকারের বরাদ্দকৃত ভাতা দেয়া হয়নি, এখনও দিচ্ছে না। তারা বলেন, এই প্রোগ্রামের উদ্ভোধনের দিনে সকলের উপস্থিতিতে জান্নাতুস সাফা শাহিনুর বলেছিল দৈনিক ৫০০ টাকা করে দেয়া হবে কিন্তু দেয়নি। আর কেনই বা আমাদের প্রাপ্য টাকা দেয়া হলো না এটা আমরা জানতে চাই। প্রশিক্ষনার্থীরা জানান, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দিয়েছে ।

চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু জানান, আমাদের উপজেলায় নারীদের আচার তৈরীর ৭ দিনের প্রশিক্ষন দেয়া হয় এবং তাদের ১৭০ টাকা করে দেয়া হয়। তবে আমি যতদুর জানি প্রশিক্ষনার্থীদের ৫শত টাকা করে দেয়ার কথা,কিন্তু কেন দেয়া হলো না এটা আমার বোধগম্য নয়। আমরা এব্যাপারে দুদকে অভিযোগ করেছি তারাই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।

কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির পরিচালক জান্নাতুস সাফা শাহীনুর সাংবাদিকদের জানান, আমি সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে অর্থ বিনিময়ের মাধ্যমে এই প্রকল্প এনেছি,বর্তমানে যা প্রশিক্ষানার্থীদের মাঝে দিয়েছি সেটাই অনেক বেশী দিয়েছি।

প্রশিক্ষণের ব্যাপারে দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খাঁন জানান, এ প্রকল্পের বিষয়ে তিনি একেবারেই অবগত নন। এই প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে জাষ্ট গেষ্ট হিসেবে উপস্থিত ছিলাম । এ প্রকলল্পের প্রোগ্রাম এর বিষয়ে আমার কিছুই জানা নেই।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun