জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ৬ মে সকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলায়হি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৬নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকালে অচিনতলা মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
রংপুর সংবাদ পরিবারের শোক — কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে রংপুর থেকে প্রকাশিত রংপুর সংবাদ পত্রিকার সম্পাদক রেজাউল করিম মানিক, নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান সরকার মজনু এক বিবৃতিতে শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের বড় সন্তান আলিমুল ইসলাম পলাশ তার বাবার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply