1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সানিটা সিরামিক্স শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে; হাফিজ উদ্দিন রংপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার ১৪৪ মেট্রিক টন চাল-গম আত্মসাতের অভিযোগে খাদ্য কর্মকর্তা বরখাস্ত দুই বিলিয়ন ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা বলল আমেরিকা বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জরিফুলের পাশে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবীতে শিক্ষার্থীদের ‘উত্তরবঙ্গ ব্লকেড পচা লোক যেখানে দেবেন, সেখানে আবার পচাবে : জামায়াতের নায়েবে আমির

অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ জন নিউজটি পড়েছেন

নিউজ ডেস্ক:
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন বিশ্বের ১৯৮ জন নেতা। প্রধান উপদেষ্টাকে সমর্থন ও শুভেচ্ছা জানানো এসব বিশ্বনেতার মধ্যে রয়েছেন ৯২ নোবেলজয়ী। এ তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানানো বিবৃতিটি গত মঙ্গলবার ‘প্রটেক্ট ইউনূস’ নামের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চিঠিটি বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের ছাপা পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।

বিবৃতিতে বিশ্বনেতারা বলেন, ‘বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তি ধন্যবাদ, যা স্বৈরাচার হটিয়ে আশার জন্ম দিয়েছে।’

এতে বিশ্বনেতারা বলেন, ‘যেমনটি অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ। বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে আমরা গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তাঁর এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি।’

বিবৃতিতে বিশ্বনেতারা বলেন, ‘আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত পুরো দেশের, বিশেষ করে দেশের সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য পুরোপুরি স্বাধীন দেখে উচ্ছ্বসিত। গত ছয় দশক ধরে অত্যন্ত জোরালোভাবে ও সাফল্যের সঙ্গে তিনি এই কাজ করে আসছেন। দেশের তরুণেরা যেমন তাঁকে অনুপ্রাণিত করেছে, তেমনি আমরা জানি, তিনি তাঁদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন।’

ওয়াশিংটন পোস্টে প্রকাশ করা বিবৃতি। ছবি: ড. ইউনূসের ফেসবুক পেজ থেকে নেওয়াড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিসহ সারা বিশ্বের লাখ লাখ তরুণকে সমাজের অগ্রগতিতেও অনুপ্রাণিত করবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন বিশ্বনেতারা।

বিশ্বনেতারা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যেকোনো সাহায্য করতে প্রস্তুত। কারণ, এ বিষয়ে অধ্যাপক ইউনূস বারবার আমাদের কাছে আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সই করা নোবেলজয়ীদের মধ্যে রয়েছেন শিরিন এবাদি, হুয়ান ম্যানুয়েল সান্তোস, রামোস-হোর্তা, মার্টিন কার্প্লাস, জোসেফ স্টিগলিৎজ, হার্টা মুলার, চার্লস রাইস, হিরোশি আমানো প্রমুখ। অন্য বিশ্বনেতাদের মধ্যে আছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র প্রমুখ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun