1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা রাখতে হবে-বেরোবি উপাচার্য - রংপুর সংবাদ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা রাখতে হবে-বেরোবি উপাচার্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৯০ জন নিউজটি পড়েছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়গুলির পাশাপাশি স্থানীয় যে সকল ইস্যু থাকে সেগুলিকে প্রাধান্য দিয়ে সমন্বয় সাধন প্রয়োজন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর, ২০২২) দুপুরে ক্যাফেটেরিয়ায় সেভ ইয়ুথ নেটওয়ার্ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথভাবে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরো  বলেন, বৈশ্বিক মহামারী কোভিডের আগে ও পরে  মানুষের আচরণগত অনেক পরিবর্তন এসেছে। সকল ধরনের প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে আগামীতে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদেরকে এগিয়ে আসার আহবান জানান প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম প্রমুখ।

সেমিনারের পর ‘ইয়ুথ ইমপাওয়ারমেন্ট ফর পিস এন্ড রেজিলিয়েন্স বিল্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun