1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশী নিহতের ঘটনায় পতাকা বৈঠক - রংপুর সংবাদ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশী নিহতের ঘটনায় পতাকা বৈঠক

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৮৩ জন নিউজটি পড়েছেন
লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশী নিহতের ঘটনায় পতাকা বৈঠক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষতুলী সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে। এ বিষয়ে দুই দেশের পতাকা বৈঠক করা হয়েছে। ভারতের ১’শ গজ অভ্যান্তরে কৈমারী এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারি সন্দেহে গুলি ছুড়লে দুই বাংলাদেশীর মৃত্যু হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঘটবেনা বলে আশ্বস্থ করেছেন বিএসএফ। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল ইসলাম বৈঠকে এমন সিন্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৯২১ সংলগ্ন জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের মোগলহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ আশরাফুল হক ও ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার থানেছ হার ভোরহা নেতৃত্ব দেন।

উল্লেখ্য, গত বুধবার (৯ নভেম্বর) ভোররাতে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৯২১ এর সাব পিলার ৬ এর সন্নিকটে ভারতীয় অংশের ১শত গজ অভ্যান্তরে কৈমারী এলাকায় টহলরত বিএসএফ গুলিতে ওয়াজকুরুলী (৩২) ও আয়নাল হক (৩০) নামের দুই বাংলাদেশীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। এ ঘটনায় ১৫ বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের প্রস্তাব দিলে বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৯২১ সংলগ্ন জিরো পয়েন্টে পতাকা বৈঠক করা হয়।

নিহত ওয়াজকুরুনী (৩২) আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের বাসিন্দা এবং মৃত সানোয়ার হোসেনের পুত্র। অপরজন একই ইউনিয়নের ঝাড়ির ঝাড় এলাকার সাদেক আলীর পুত্র আয়নাল হক (৩০)।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম জানান, নিহতদের লাশের ময়না তদন্ত শেষে দাফনের জন্য তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun